Tuesday, October 18, 2016

পৃথিবীতে এতো ধর্ম কেনও তৈরি হয়েছে সঠিক ধর্মকে জানুন ।





প্রশ্নঃ পৃথিবীতে এতো ধর্ম কেনও তৈরি হয়েছে ?

উত্তরঃ পৃথিবীতে অনেক ধর্ম তৈরি হয়নি। ধর্ম শুধু একটা তা হচ্ছে বৈদিক ধর্ম। এটা পৃথিবীর সৃষ্টির থেকে চলে আসছে। এই ধর্ম অনেক পুরাতন ধর্ম বলে একে সনাতন ধর্ম বলা হয়। এখন বলবেন তাহলে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইহুদি, জৈন এসব কি ? হ্যা এসব হচ্ছে মত বা সম্প্রদায় ধর্ম নয়। মানুষের নেচার তো জানেনই ? এইতো ইন্ডিয়ার ভগবান রাজনিশ নামে একজন এসে ছিলও যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে আর মারা গেছে রোগে ভুগে। আবার বাংলাদেশের একজন মুসলিম দেওয়ানবাগী যে নিজেকে আল্লাহ্‌ বলে দাবি করেছে। অবশ্য তাদের কিছু ভক্ত আছেও। তো এই যুগে এসেও এমন ভণ্ড মানুষদের অনুরাগি পাওয়া যায় তো সেই আগের যুগে যখন মানুষ কিছুই বুঝত না তাদের অবস্থা কি হয়েছিলো ভাবেনএখন এদের অনুরাগী যদি ১০০ জন হয়  তাহলে আগের ভণ্ডদের অনুরাগী কি ১০০০ হাজার হবে না ? আর যুগের পর যুগ এদের অন্ধ ভক্ত আরও বারবে তাও স্বাভাবিক।
বেদ হলও আদি ধর্ম গ্রন্থ। পৃথিবীর প্রথম পুস্তক বেদ। এর থেকেই গননা উৎপত্তি হয়েছে বা শিখেছে বিজ্ঞান। পৃথিবীতে ৪৩০০ ধর্ম আছে Adherents.com এর মতে, তবে এর সংখ্যা আরও বেশিও হতে পারে। জন সংখ্যার দিক থেকে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুরাগী প্রথম দ্বিতীয় ইসলাম আর তৃতীয় হিন্দু ধর্ম। তবে ধারনা করা যাচ্ছে ইসলাম যে হারে বাড়ছে ভবিষ্যতে ইসলাম সম্প্রদায়ের সংখ্যাই বেশি হবে। কারন, মুসলিম ছাড়া নাকি কেও বেহেস্তে জেতে পারবে না এই ভয় মানুষকে দেখানোকোরআনেও সেম ব্রেইন ওয়াশতাই কোরআন পরলে মানুষের মনে একটা ভয় ঢুকে যায়। সত্যি মনে হয় তাই। বাইবেলেও সেম ব্রেইন ওয়াশ ঈসা (আঃ) বা যিশুকে ছাড়া বেহেস্তে যাবার আর কোন পথ নেই। তো যাদের ধর্ম কি তার সম্পর্কে ধারনা নেই। তারা সেই সব বই পরলেই সেই সম্প্রদায়ের প্রতি আকর্ষণ বেরে যায়। ইসলাম মূলত ইব্রাহিমিয় ধর্ম। ইব্রাহিমিয় ধর্ম মূলত ৫ ভাগে ভাগ ইসলাম, খ্রিস্টান, ইহুদি, দ্রুজ, মান্দাই। আর নবী মহম্মদের আশে পাশে খ্রিস্টান ইহুদি বেশি ছিলও যার কারনে তাদের উল্লেখ পাওয়া যায় কোরআনে (২ সূরা বাকারাঃ ১১১ আয়াতে)। আসলে এতো ধর্ম তৈরি হয়েছে একজনেরটা দেখে আর একজন প্রভাবিত হয়ে তার মতামত দেয়া বই লেখে আর সেটাই একটা ধর্মে পরিণত। কারন দেখুন ইসলামের মতে, আগে ১ লক্ষ ২৪ হাজার নবী পৃথিবীতে এসেছে যার কারনে তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্ম ইসলামের অংশ বলছে আজ। কিন্তু যদি দেখেন শিখ ধর্ম কিন্তু আবার ইসলামের পরেই এসেছে শিখ ধর্ম ১৪৫৯ সালে পাঞ্জাবে গুরু নানাক দেব এর জন্ম দেয়। শিখ ধর্মের মানুষরাও তাদের গুরু গ্রন্থ ঈশ্বরের বানী বলে দাবি করে কিন্তু ইসলাম যদি সত্যি মহম্মদ শেষ নবী হয়। তাহলে আবার তারপর এই ধর্ম এলো কেন ? ইতিহাস পরলেই এর উত্তর জানতে পারবেন। গুরু নানাক সাহাব খুবি বুদ্ধি মানি ছিলেন। তিনি অল্প বয়সেই বেদ, পুরান সব পরেছিলেন। তিনি সংস্কৃতি ভাষা এবং আরবি ভাষা আরও অনেক ভাষাই জানতেন। এবং ভিবিন্ন ধর্ম সম্পর্কে পড়েছেন। তারপর তার মত প্রকাশ করে গুরু গ্রন্থ বইয়ে। শিখ ধর্মতেও পুনর্জন্মে বিশ্বাস করে শিখ ধর্ম ৬০% আমাদের সনাতন ধর্মের মত বাকি টুকু চেঞ্জ। মহম্মদের জীবনিও যদি পড়েন তাহলে দেখতে পাবেন ১৫ বছর বয়সে সে প্রথম যুদ্ধ করে। তিনি খুব চালাক ছিলেন আর তার নিজের ক্ষমতার বিস্তার করার একটা ইচ্ছা ছিলও যেটা ধর্মের মাধ্যমে তিনি করেছে। এমন যেকোনো ধর্ম সম্পর্কে ইতিহাস জানলেই বুঝতে পারবেন সেটা ঠিক না ভুল। বিজ্ঞানীরা যেমন নতুন নতুন কিছু আবিষ্কার করছে প্রতি নিয়ত তেমনি বেদ পড়ে আগের চতুর বাক্তিরা তাদের মাথা খাটিয়ে তাদের প্রভাব বিস্তারের জন্য এভাবে এক একটি ধর্ম তৈরি করেছে। আসা করি উত্তর পেয়েছেন এতো ধর্ম কেনও পৃথিবীতে


sothikdhormo.blogspot.com








No comments:

Post a Comment

যে কোনও প্রশ্ন করতে পারেন আমাদের কাছে