Monday, October 31, 2016

বেদে মহম্মদের নাম নিয়ে মিথ্যাচারের জবাব - সনাতনী বীর





বেদে মহম্মদের নাম নিয়ে মিথ্যাচার জবাব।
উত্তরঃ কিছু দিন আগে জেনেছি অসম্ভবকে সম্ভব করা নায়ক অনন্ত জলিলের কাজ। কারণ ওটা তার এডের ডাইলগ ছিলও। কিন্তু এখন দেখলাম অনন্ত জলিলের আগেই আমাদের জাকির আঙ্কেল অসম্ভবকে সম্ভব করেছে কারন তিনি হিন্দুধর্ম গ্রন্থ বেদে প্রায় ২০৩০২ মন্ত্রের মধ্যে ২০ থেকে ২৫টার মত মন্ত্রে মহম্মদের নাম পেয়েছে এবং মক্কা মদিনার আর আল্লাহ্‌র নামও । যাক আজ মহম্মদের নাম পেয়েছে সেই অলৌকিক অসম্ভব ঘটনার বিষয়ই বলবো। যদি তাকে কেও বেদে মহম্মদের নাম আছে কিনা সে নিচের রেফারেন্স গুলো তোতা পাখির মত বলে। আসুন দেখি সে মন্ত্র গুলোতে আসলে কি বলেছে।

ঋগ্বেদ ০১।১৩০৩, এ যজনদেশে, এ যজ্ঞে, প্রিয়, মধুজিহ্ব, হব্যনিষ্পাদক, নরাশংস (৩) নামক অগ্নিকে আহ্বান করি।

ঋগ্বেদ ০৫।০৫, হে দেবীরূপ অগ্নি! তোমরা উদ্ঘাটিত হও, তোমরা মহান, লোকে নমস্কার করে তোমাদের হোম করে এবং সুখে তোমাদের নিকট যায়। তোমরা ব্যাপ্তিমান অহিংসনীয় বীরবিশিষ্ট, যশোযুক্ত এবং বর্ণনীয়রূপের সম্পাদক। তোমরা বিশেষরূপে প্রখ্যাত হও। 

ঋগ্বেদ ০২।০৩০৫,নরাশংস নামক অগ্নি (১) এ যজ্ঞ প্রদীপ্ত করুন। তিনি অহিংসনীয়, কবি এবং মধুর হস্তবিশিষ্ট।

সহায় রহিত সুশ্রবা নামক রাজার সাথে যুদ্ধ করবার জন্য যে বিংশ নরপতি ও ৬০,০৯৯ অনুচর এসেছিল, হে প্রসিদ্ধ ইন্দ্র! তুমি শত্রুদের অলঙ্ঘ্য রথচক্র দ্বারা তাদের পরাজিত করেছিলে ।

ঋগবেদ /৫৩/ ঋষিকে বলা হয়েছে সুশ্রম যার অর্থ প্রশংসিত,আরবীতে মুহম্মদ শব্দের অর্থও একই
আবার শব্দের বিকৃতিএখানে শব্দটি হচ্ছে সুশ্রবস ­ যার অর্থ বিশ্বাশযোগ্য সহচর
অথর্ববেদ ২০/২১/৬
এখানে একটি শব্দ আছে Karo যার অর্থ Praying one আরবীতে যার অর্থ আহমদ,মুহম্মদ এর অপর নাম

উত্তরঃ কিন্তু আশ্চর্য বিষয় হল মন্ত্রটিতে KARO বলতে কোন শব্দই নেই!এখানে শব্দটি হচ্ছে KARAVE যার অর্থ 'কর্মদক্ষ'
অথর্ববেদ ২০/১২৭/
তিনি নরসংশ যার অর্থ প্রশংসিত,তিনি কৈরামা অর্থাত্শান্তির রাজপুত্র,যিনি ৬০০৯৯ জন শত্রুর মধ্যেও নিরাপদ ছিলেন-যেহেতু মুহম্মদ শব্দের অর্থও প্রশংসিত আর তখনকার সময়ে মক্কার অধিবাসী সংখ্যাও ছিল প্রায় ৬০০০০ সেহেতু এটা মুহম্মদ কেই ইঙ্গিত করা হয়েছে

প্রকৃত অর্থ বিশ্লেষন-নরসংশ শব্দের অর্থ কোনভাবেই 'প্রশংসিত' নয় বরং প্রশংসাকারী,তাই ­ এটার অর্থ মুহম্মদ এর সমার্থক নয়আর যদি হতও তারপরও নামের অর্থ মিল দিয়ে এরুপ বলাটা হাস্যকরযেমন ধরুন 'বিসমিল্লাহির রহমানির রাহিম' এর অর্থ পরম করুনাময় এর নামে শুরু করছিঅপরদিকে সংস্কৃত তে 'দয়ানন্দ নমো নমোঃ' এর Literal অর্থ হচ্ছে পরম দয়াময় এর নামে শুরু করছিতার মানে কি এই যে কোরান মহর্ষি দয়ানন্দ স্বরস্বতী এর ভবিষ্যত্বানী করছে?
অথর্ববেদ ২০১২৭২ তিনি উট আরোহনকারী ঋষি যার রথ স্বর্গ স্পর্শ করে-যেহেতু উটের কথা বলা হয়েছে সেহেতু এটা মরুভুমির কথাএছাড়া মনুসংহিতা(১১.২০২)মতে একজন ব্রাক্ষ্মন এর উটে চরা নিষিদ্ধ সেহেতু এখানে কোন ভারতীয় এর কথা বলা হয়নি

প্রকৃত অর্থ বিশ্লেষন-
মনুসংহিতা ১১.২০২ বলা হয়েছে ব্রাক্ষ্মন এর উট আরোহন নিষিদ্ধ কিন্তু বেদের এই সুক্তটি একজন রাজর্ষি বা ক্ষত্রিয় ঋষির জন্যঅপরদিকে মরুভুমি শুধু আরবে নেই ভারতেও আছে(রাজস্থান)

অথর্ববেদ ২০১২৭
তিনি একজন 'MAM AH' ঋষি যাকে দেয়া হয়েছে ১০০ টি স্বর্নমুদ্রা,১০ টি হার,৩০০টা অশ্ব,১০০০০ গাভী-এখানে MAMAH অর্থ উচ্চ শ্রদ্ধাযুক্ত,১০০ টি স্বর্নমুদ্রা দিয়ে মুহম্মদ এর ১০০ জন অনুসারী এবং ১০ টি হার দিয়ে ১০ জন সাহাবীকে বোঝানো হয়েছেএছাড়া গো অর্থ গরু ছাড়াও GAW or Go to war এবং এর মাধ্যমে যুদ্ধে যাওয়া ১০০০০ সাহাবী কে বোঝানো হয়েছেতাছাড়া গরু খুবই দয়াশীল শান্ত প্রানী,ঠিক যেমন ছিলেন মুহম্মদ এর ওই সৈন্যরা

প্রকৃত অর্থ বিশ্লেষন-
প্রথমেই বলে নেই যে এই দাবীটি ছিল সবগুলো দাবীর মধ্যে সবচেয়ে হাস্যকরএখানে শব্দটি MAMAH(মমহ) নয় বরং MAMAHE(মম-আমি ­ ,অহে-দেই),কোনভাবেই যার অর্থ উচ্চ শ্রদ্ধাশীল নয়
এছাড়া কোনখানেই পাওয়া যায়না যে গো অর্থ GO TO WAR হতে পারেগোপথ ব্রাক্ষ্মন গো অর্থ দেয়া হয়েছে-গরু,পৃথিবীকিন্তু যখনই কোন উপহার অথবা দানের কথা(যেটা এখানে বলা হচ্ছে) বলা হয় তখন গরু অর্থটা প্রযোজ্যতখনকার দিনে গাভীদান অত্যন্ত প্রচলিত একটা রীতি ছিলআর গরু অর্থ দয়াশীল এবং শান্তই হয়ে থাকে তবে মুসলমানরা গরু হত্যা করে কেন?এখন আবার ১০টি হার ১০ জন সাহাবী হয়ে গেছেহাহাহামুসা এরও তো ১০ টি Commandment ছিলতাহলে এখন ইহুদিরা যদি দাবী করে এটা MOSES এর কথা বলেছে?
অথর্ববেদ ২০/২১/
এখানে একটি শব্দ আছে Karo যার অর্থ Praying one আরবীতে যার অর্থ আহমদ,মুহম্মদ এর অপর নাম

উত্তরঃ কিন্তু আশ্চর্য বিষয় হল মন্ত্রটিতে KARO বলতে কোন শব্দই নেই!এখানে শব্দটি হচ্ছে KARAVE যার অর্থ 'কর্মদক্ষ'
জাকির নায়েক এর দাবী-
সামবেদ .. একটি অংশ আছে Ahm At Hi যেটা আসলে পন্ডিতগন ভূল বুঝেছেন!এটা আসলে হবে Ahmed!

প্রকৃত অর্থ বিশ্লেষন-
আসলেই বুঝতে পারছিনা যে এটা কি ইসলামের ভাষায় তথাকথিত কাফেরদের হাসাতে হাসাতে মেরে ফেলার নতুন জিহাদ কিনাকেননা সামবেদের আগাপাস্তালা খুঁজেও .. বলে কোন মন্ত্র পেলাম না!

জাকির নায়েক এভাবে আরো একবার বেদ হিজাব খুঁজতে গিয়ে ঋগবেদ ১০.৮৫.৩০ এর রেফারেন্স দিয়েছিলেন যা আসলে বেদ নেই !বেদ জীবনে চোখে না দেখেই কাদিয়ানীদের বই থেকে কপি পেস্ট করার ফলাফল এটা

অপরদিকে জাকির এর নূন্যতম সংস্কৃত জ্ঞান না থাকার প্রমান হল অহম(Ahm) শব্দটি না বোঝাবৈদিক ধর্মের অত্যন্ত বিখ্যাত একটি মন্ত্র 'অহম ব্রহ্মাস্মি' অর্থাত্আমার(এই) আত্মা ব্রহ্মের স্বরুপঅহম অর্থ আমি নিজে,এই সামান্য অর্থটাও জানেনা যে সে এসেছে বেদ নিয়ে ভন্ডামী করতে!

সাধারন ­ হিন্দুদের অজ্ঞানতার সুযোগ নিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে তারাতাই আমাদের সকলের বেদ শিক্ষা অত্যন্তজরুরি

বিঃ দ্রঃ- এই পোষ্টগুলোকে কোনভাবেই অন্যধর্মকে সমালোচনাকারী হিসেবে অভিহিত করা যাবেনা কেননা আমরা শুধু আমাদের ধর্মের বিরুদ্ধে আগ বাড়িয়ে করা মিথ্যাচার এর জবাব দিচ্ছি মাত্র

ওঁ শান্তি শান্তি শান্তি


sothikdhormo.blogspot.com

No comments:

Post a Comment

যে কোনও প্রশ্ন করতে পারেন আমাদের কাছে