Thursday, October 6, 2016

দুর্গাপূজা শুধু সনাতন ধর্মের অংশ নয়। এটা পুরো মানব জাতির কল্যাণের জন্য বললেন, শেখ হাসিনা।




** প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমার প্রত্যাশা, 'ধর্ম যার যার, উৎসব সবার'- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে এ কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বানীতে বলেন, 'সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে।'
তিনি বলেন, 'আমি আশা করি, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলা' গড়ে তুলবো।
প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। -বাসস।**
*সঠিক ধর্ম/ সনাতন ধর্ম *

6 comments:

  1. হাছিনা কবে, কখন, কোথায় এ বক্তব্য দিয়েছেন?

    ReplyDelete
  2. Assalamu,alaikum,,,bangladesh gobarment,,,,,
    Al-Raad: 10 - any of you speak in secret or aloud, let hiding in the darkness of night or in broad daylight, let them walk all the same to him.

    ReplyDelete
  3. Hindu dayr tho valoi proshongsha korayn,,,muslim ar dikay ak var thaka-n

    ReplyDelete
  4. Hindu dayr tho valoi proshongsha korayn,,,muslim ar dikay ak var thaka-n

    ReplyDelete
  5. Assalamu,alaikum,,,bangladesh gobarment,,,,,
    Al-Raad: 10 - any of you speak in secret or aloud, let hiding in the darkness of night or in broad daylight, let them walk all the same to him.

    ReplyDelete
  6. হিন্দু কে রাষ্ট ধর্ম, হিন্দীকে রাষ্ট ভাষা,আর দূ্রগা পুজাকে জাতীয় উৎসব বলে ঘোষনা করলে দারুন হোত।।।।।।

    ReplyDelete

যে কোনও প্রশ্ন করতে পারেন আমাদের কাছে