Monday, October 3, 2016

নবী মহম্মদের নাম কি হিন্দু ধর্ম গ্রন্থে আছে ?



হিন্দু ধর্ম গ্রন্থে কি ইসলাম ধর্মের নবী মহম্মদের নাম আছে ?

উত্তরঃ  হ্যাঁ আছে। শুধু ভবিষ্যৎ পুরাণেই আছে। কিন্তু সেখানে তাকে কাল্কি অবতার বা ভালো কেও তেমন বলা নেই। ভবিষ্যৎ পুরান মানে কি? যেখানে ভবিষ্যতের কথা লেখা থাকবে। ভবিষ্যৎপুরাণে এমন কোনও কথা নেই। যে এখানে যাদের নাম আসবে তারা কাল্কি অবতার হবে। ভবিষ্যৎপুরান: অধ্যায় ১৯, শ্লোক ১৭-৩২, এ যীশুর কথা বলা আছে। তাছারাও ভবিষ্যৎ পুরানে মহাত্মা গান্ধী ও আরও অনেকের আসার কথা বলা আছে। তার মানে এই নয় যে তারা সবাই কিছু একটা হিন্দু ধর্মের অংশ। ভবিষ্যৎপুরাণঃ অধ্যায় ৩, শ্লোক, ৫-৮ এবং ২১-২৭তে মহম্মদের নাম আছে কিন্তু সেখানে তাকে ভালো না খারাপ বলেছে সেটাতো দেখো। সেখানে বলা আছে। একজন মালেচ্চা আসবে এবং তার মালেচ্চা ধর্ম প্রতিস্থাপন করবে তার নাম হবে মহম্মদ। এখন মালেচ্চা শব্দের দুটি অর্থ হয় ১।নিচু বা খারাপ বাক্তি, ২। বিদেশী তো মুসলিম ভাইদের দাবী, যে সেখানে একজন বিদেশী আসবে এবং তার বিদেশী ধর্ম প্রতিস্থাপন করবে এমনটা লেখা। কিন্তু আমরা যদি বিদেশী শব্দটা নেই তাহলে, বিষ্ণুপুরাণঃ খণ্ডঃ ০৪, অধ্যায়ঃ ২৪, তে বলা আছে কল্কি অবতার যখন আসবে তখন সব মালেচ্চা ও চোরদের ধ্বংস করবে। তারমানে কি এই কাল্কি অবতার এসে সব বিদেশী ও চোরদের ধ্বংস করবে? অবশ্যই না বিদেশীদের বিনা কারনে কেনও ধ্বংস করবে। আসলে সেখানে বলা আছে, কাল্কি অবতার এসে নিচ বা খারাপ লোক ও চোরদের ধ্বংস করবে। আরও কিছু পয়েন্ট আছে যাতে প্রমান হয় মহম্মদকে কল্কি অবতার বলা একদম ভিত্তিহীন।

 পয়েন্ট লিস্টঃ  
০১। ভবিষ্যৎ পুরানে কোথাও লেখানেই যে এখানে যাদের নাম আসবে তারা কল্কি অবতার হবে।
০২। মহম্মদের নাম ভবিষ্যৎ পুরানে থাকায় যদি মুসলিম দাবি করে যে তাদের নবী কল্কি অবতার। তাহলে যিশুর নাম থাকায় খ্রিষ্টানও তো দাবি করতে পারে যে যিশু কাল্কি অবতার তাকে সরন করো তোমরা।
০৩। মহম্মদকে মালেচ্চা বলা হয়েছে যার মানে নিচ বা খারাপ লোক। একজন নিচ বা খারাপ লোক কিভাবে কাল্কি অবতার হতে পারে ?
০৪। কল্কি অবতারের ২ টি স্ত্রী থাকবে। মহম্মদের ১১টি ছিলও।

আরও পার্থক্য আছে সময়ের অভাবে দিতে পারলাম না। পরের পোস্টে আরও জানতে পারবেন।
                                                                                                                    ধন্যবাদ পষ্টটি পড়ার জন্য

No comments:

Post a Comment

যে কোনও প্রশ্ন করতে পারেন আমাদের কাছে