Friday, September 30, 2016

বেদের না জানা কিছু কথা


বেদ নিয়ে কিছু কথা যা অনেকেই জানেন না জেনে নিন। 

১/ কী ভাবে বেদ কথাটির উৎপত্তি হয়? 
উত্তর:-বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি। বিদ শব্দের অর্থ হল জ্ঞান। 

২/ বেদ কবে রচিত হয় ? 
উত্তর:-সঠিক রচনা কাল জানা যায়নি। অনেক মনে করেন খ্রিষ্টপূর্ব ৭৫০০ অব্দে বেদ লিপিবদ্ধ করা হয়। আবার অনেকের মতে খ্রিষ্টপূর্ব ২০০০-৩০০০ অব্দেরমধ্যে লিপিবদ্ধ করা হয়। 

৩/ বেদের কয়টি ভাগ আছে ও কী কী ? 
উত্তর:- বেদের চারটি ভাগ আছে - যথা: ঋক,সাম,যজু, ও অথর্ব। 

৪/ প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ? 
উত্তর:- প্রত্যেক বেদের চারটি অংশ , যথা: সংহিতা, ব্রাহ্মণ, আরন্যকএবং উপনিষদ বা বেদান্ত । 

৫/ বেদের শেষ ভাগের নাম কী ? 
উত্তর:- বেদের শেষ ভাগের নাম অথর্ব। 

৬/ বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ? 
 উত্তর:-উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় । 

৭/ বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম বলো ? 
উত্তর:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হল অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা প্রভৃতি । 

৮/ আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ? 
উত্তর:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য। 

৯/ আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কী ? 
উত্তর:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাসাশ্রম। 

১০/ বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কী ? 
উত্তর:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম ‘নিষ্ক’ ও ‘মনা’। 

১১/ বৈদিক সভ্যতা কী ? 
উত্তর:- বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠেছে তাই বৈদিক সভ্যতা । 

১২/ চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম করো ? 
উত্তর:- চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম বেদাঙ্গ । 

১৩/ বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল ?
 উত্তর:- বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত । 

১৪/ বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন ?
 উত্তর:- বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা ছিলেন পৃথিবী, মরুৎ, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য প্রভৃতি । 

১৫/ ঋকবেদে বলি শব্দটি কী অর্থে ব্যবহৃত হত ? 
উত্তর:- ঋকবেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহৃত হত । 

১৬/ উপনিষদ কী ? উত্তর:- উপনিষদ হল বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ । 

১৭/ সঙ্গীতের উদ্ভব কোথা থেকে? 
উত্তর:- সঙ্গীতের উদ্ভব বেদ(সামবেদ) থেকে। 

১৮/ বিশ্বের প্রথম কবি কে? 
উত্তর:- বিশ্বের প্রথম কি রামায়নের রচয়িতা বাল্মিকী মুনি। 

১৯/ কোন পাশ্চাত্য নারী সর্বপ্রথম ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেছিলেন?? 
উত্তর:- মার্গারেট এলিজাবেথ নোবেল (ভগিনী নিবেদিতা)। 

২০/ নিরাকার ঈশ্বর কাকে বলা হয়? 
উত্তর:- নিরাকার ইশ্বর বলা হয় ব্রহ্মকে। বিদ্রঃ যে কোন ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

No comments:

Post a Comment

যে কোনও প্রশ্ন করতে পারেন আমাদের কাছে